ছবি: সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজির শিক্ষিকা রোকসানা খানম রুনাকে (৫২) হত্যা করা হয়েছে। সোমবার শহরের হাউজিং ডি ব্লকের নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় তার ভাইয়ের ছোট ছেলে নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বাসার পরিত্যক্ত লিফট ঘরের ভেতর থেকে।
জানা গেছে, কুষ্টিয়ার হাউজিং এস্টেট ডি ২৮৫ নং বাড়ীর বাসিন্দা রোকসানা খানম রুনা ও স্বামী যশোর চৌগাছা এলজিইডি অফিসের কমিউনিটি অর্গানাইজার খন্দকার মোস্তাফিজুর রহমান শিশির নিঃসন্তান হওয়ায় রোকসানার আপন ছোট ভাইয়ের পুত্র নওরোজ কবির নিশাতকে সন্তানের মতো লালন-পালন করেন। নিশাতের মাকেও একটি ফ্লাটে বিনা ভাড়ায় থাকতে দেন। হত্যার সময় রোকসানার স্বামী চাকুরির কর্ম ক্ষেত্রে অবস্থান করছিলেন।
অবশেষে অনলাইন জুয়া খেলতে বাধা দেয়ায় সে তার ফুফুকে খুন করেছে বলে জানা যায়।
এএইচ