ফাইল ছবি
কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে বড় চমক ৩৯ বছর বয়সী দানি আলভেস। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে তরুণ ফরোয়ার্ড অ্যান্তনি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন।
তবে তিতের দলে জায়গা হয়নি ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর। শেষ মুহুর্তে চোট পেয়ে ছিটকে গেছেন ফিলিপে কুতিনহো।
ব্রাজিল দল
গোলকিপারঃ আলিসন বেকার, এদেরসন ও ওয়েভারটন।
রক্ষণভাগঃ মারকুইনহোস, থিয়াগো সিলভা, এদার মিলিতাও, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, দানি আলভেস ও ব্রেমার।
মধ্যমাঠঃ কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা ও এভারটন রিবেইরো।
আক্রমণভাগঃ নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্তনি, পেদ্রো ও মার্তিনেল্লি।
এএইচ