ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চাহিদা ভিত্তিক এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রাউজান উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও শিক্ষক অনুপম দাশ গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদপ্রমুখ।
অনুষ্ঠানে ৫ জন শিশুকে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং ডিভাইস ক্রয়ের জন্য ২৫ জন শিশুকে নগদ অর্থ বিতরণ করা হয়।
এএইচ