ছবি: গ্লোবাল টিভি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় রাজধানীর কেরানীগঞ্জে ৮ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জিনজিরা বাজারে রবিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ৮ দোকানিকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে অভিযান চলমান থাকবে।
এছাড়াও উপজেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
এএইচ