ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শেষ হয়েছে। গ্রুপ-১ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এই গ্রুপে ৫ ম্যাচে তিন জয় আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে ইংল্যান্ড।
গ্রুপ-২-এ দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় নেদারল্যান্ডস। আর বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একইদিন জিম্বাবুয়েকে হারায় ভারত।
৫ ম্যাচে ৪ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। সমান ম্যাচে ৩ জয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
সেমিফাইনালের নিয়ম অনুযায়ী গ্রুপ-১-এর চ্যাম্পিয়ন লড়বে গ্রুপ-২-এর রানার্স আপের সাথে। আর গ্রুপ-১-এর রানার্স আপ দল লড়বে গ্রুপ-২-এর চ্যাম্পিয়ন দলের সাথে।
প্রথম সেমিফাইনালে ৯ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
আর দ্বিতীয় সেমিফাইনালে ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।
এখান থেকে জয়ী দুই দল আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার জন্য লড়বে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়
এএইচ