ছবি: সংগৃহীত
আজকের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে সাউথ আফ্রিকার। একই সাথে সেমিতে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই। গ্রুপ পর্বে সমান সংখ্যক ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪। সুতরাং নিজেদের শেষ ম্যাচে যারা জিতবে, তারাই উঠে যাবে সেমিফাইনালে।
গ্রুপ পর্বে পাকিস্তান ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে যায়। কিন্তু সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডসের কাছে জয়লাভ করায় সেমির লড়াইয়ে টিকে থাকে।
অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ পর্বে হেরে যায় সাউথ আফ্রিকা আর ভারতের সাথে। তবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এএইচ