ছবি: গ্লোবাল টিভি
হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে ইয়াবা ব্যবসায়ী আনছার আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় বরগুনা সদর, বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন।
তারা বলেন, চান্দখালী বাজারটি তিন উপজেলার সংযোগ স্থলে হওয়ার কারণে সন্ত্রাসী আনছার পুরো এলাকাতেই তার মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা এ সন্ত্রাসী তাণ্ডবে অতিষ্ঠ মানুষগুলো ওর হাত থেকে মুক্তি দিতে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু, ইউ পি মেম্বার হারুন অর রশিদ প্রমুখ।
এএইচ