ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে ভারত। অ্যাডিলেডে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।
ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিলেও লোকেশ রাহুল ও বিরাট কোহলি ভারতের রানের চাকা সচল রাখেন। তবে নবম ওভারে রাহুলকে থামান সাকিব আল হাসান।
মুস্তাফিজুর রহমানকে ক্যাচ দেয়ার আগেই ৩২ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৫০ রান করেন এই ওপেনার।
১১ রানের জীবন পান চারে নামা সূর্যকুমার যাদব। সাকিবের বলে সূর্যের ক্যাচ তালুবন্দি করতে পারেননি মুস্তাফিজ। ১৪তম ওভারে বোল্ড করে সূর্য-ঝড় থামান বাংলাদেশ অধিনায়কই। ১৬ বলে ৩০ রান করেন সূর্য। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অনড় থাকেন বিরাট কোহলি। তার ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসের ওপর ভর করে ১৮৪ রানের স্কোর পায় ভারত।
শেষ দিকে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন।
৪ ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। ৩৩ রানে দুই উইকেট শিকার করেছেন সাকিব। সৌম্য সরকারের পরিবর্তে একাদশে আসা শরিফুল ইসলাম ৪ ওভারে ৫৭ রান দিয়ে উইকেট-শূন্য থাকেন।
এএইচ