ফাইল ছবি
রহিদুল কবির, কক্সবাজার: রোহিঙ্গাদের সর্বোচ্চ নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলার সাক্ষ্য দিতে প্রস্তুতি নেয়ার সময় প্রত্যক্ষদর্শী নুরে আলমকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামী খাইরুল আমিনের বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড ফরিদুল আলম জানান, মুহিবুল্লাহ হত্যা মামলার সাক্ষী নুরে আলম সাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঠগড়ায় থাকা এক আসামী হাত দিয়ে ইশারায় হত্যার হুমকি দিতে থাকে নুরে আলমকে।
ঘটনাটি আদালতের নজরে আনেন সাক্ষী নুরে আলম। আদালত আসামীকে হুঁশিয়ার করে দেন।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত বিষয়টি আমলে নিয়ে আসামী ও তার আইনজীবিকে সতর্ক করেছেন।
এ দিন আরো দুই জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে গত দুদিনে এই মামলায় তিনজন সাক্ষী আদালতে স্বাক্ষ্য দিলেন।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ইস্ট নম্বর ক্যাম্পের ডি ব্লকে নিজ সংগঠনের কার্যালয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
এএইচ