ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

২৮ টাকায় ধান, ৪২ টাকায় চাল কিনবে সরকার

২৮ টাকায় ধান, ৪২ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি

ধানের ক্রয়মূল্য প্রতি কেজি ২৮ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা নির্ধারণ করেছে সরকার। আগামী ১০ নভেম্বর থেকে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহ করা হবে।

বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়অ হয়। এ সময় সঙ্গে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।

এএইচ