ফাইল ছবি
বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে আগামীকাল বুধবার মাঠে নামছে বাংলাদেশ। সুপার টুয়েলভে টাইগারদের শেষ ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে।
এই দুই ম্যাচের একটিতেও যদি বাংলাদেশ জেতে, তাহলে সেটা অঘটন হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন আজ সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমাদের পরবর্তী টার্গেট পরের দুটি ম্যাচ খুব ভালোভাবে খেলা। এর মধ্যে যদি কোনো ম্যাচ জিততে পারি তাহলে সেটা অঘটন বলেই গণ্য হবে। সেই অঘটনটা ঘটাতে পারলে আমরা খুশি হবো।’
সাকিবের মতে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’
এএইচ