ছবি: সংগৃহীত
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুর মেলান্দহের বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) ১২টায় কুলিয়া ইউনিয়নের ভালুকা বাজারে বৈদ্যুতিক তারের লাইনে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয় ।
নিহত যুবক কুলিয়া ইউনিয়নের পীরগাছা গ্রামের হানিফ উদ্দিন ভাংঙ্গারীর ছেলে। সে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদ বলেন, বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
এএইচ