ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাহিত্য মেলা ২০২২ । বৃহস্পতিবার (২৭অক্টোবর)সকালে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এ আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই ।
এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, সাহিত্য মেলা হচ্ছে বাংলা সাহিত্যের নতুন পুরানো লেখকের সম্ভার ।প্রত্যন্ত অঞ্চলের কবি-সাহিত্যিকদের প্রতিভা তুলে ধরে মেলবন্ধন তৈরি করবে এ মেলা। নতুন প্রজন্মের লেখকদের এই আয়োজন যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সাহিত্য অনুরাগী অনেক মানবিক মানুষ তৈরি করতে সহযোগিতা করবে।
এএইচ