ফাইল ছবি
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, যিনি বলিউডের খিলাড়ি নামে পরিচিত, অসাধারণ অভিনয়ের পাশাপাশি সুশৃঙ্খল জীবনযাপন করতেও ভালোবাসেন তিনি।
চলতি বছরে, অক্ষয় সবচেয়ে বেশি কর প্রদানকারী বলিউড অভিনেতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন।
৫৫ বছরের ওপরে তাঁর চেহারাতে আসেনি বার্ধক্যের ছাপ। বরং ৯০ দশক থেকে আজ পর্যন্ত একাধিক নতুন নতুন প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে তাল মিলিয়ে নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই গুজব চলছে যে, অক্ষয় একটি ব্যক্তিগত বিমান কিনেছেন। যার দাম প্রায় ২৬০ কোটি টাকা। তবে এটি সম্পূর্ণ ভুল, একটি প্রাইভেট সংবাদমাধ্যমের পক্ষ থেকে অক্ষয়ের প্রাইভেট জেটের মালিক হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল।
এটা অক্ষয়ের কান পর্যন্ত পৌঁছলে নায়ক সেই সংবাদমাধ্যমকে তীব্র সমালোচনা করেন। তবে নায়ক সেই সংস্থার কথাগুলোকে ছোট করেননি, তবে তিনি লিখেছেন যে প্রতিবেদনগুলো ‘ভিত্তিহীন মিথ্যা’।
অভিযুক্ত নিউজ পোর্টালের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, “মিথ্যাবাদী, মিথ্যাবাদী…প্যান্টে আগুন! ছোটবেলায় শুনেছেন? আমার সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা লিখুন, এবং আমি এটি কল করব। এখানে, আপনার জন্য একটি প্যান্ট অন ফায়ার রত্ন। ”
এএইচ