ছবিঃ গ্লোবাল টিভি
মিজানুর রহমান, সুনামগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাইটিভি জেলা প্রতিনিধি আবু হানিফের উপস্থাপনায় অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ও বীরমুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন একে মিলন আহমদ, আফজাল হোসেন, জসিম উদ্দিন, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তৈয়বুর রহমান রাজ, কেএম শহিদুল ইসলাম,হীদনুর আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এড.নুর হোসেন, একুশে টিভি জেলা প্রতিনিধি আব্দুস সালাম, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল এস জেলা প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, বাবুল মিয়া, আলাউর রহমান, বিপলু রঞ্জন দাস, মোশারফ হোসেন লিটন, আলী হোসেন, তুষার আহমদ টিপু প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেক কেটে দৈনিক হাওরাঞ্চলের কথা’র ৫ম বর্ষপুর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উৎযাপন করা হয়।
এএইচ