ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

শিল্পী রবি চৌধুরী হাসপাতালে ভর্তি

শিল্পী রবি চৌধুরী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

সংগীতশিল্পী রবি চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রবি। সেখানে তাকে হাসপাতালের পোশাকে বেডে বসে থাকতে দেখা যায়।

ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন। ’

এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা সহস্রাধিক। 

এএইচ