ছবিঃ গ্লোবাল টিভি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে । বুধবার রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র। এসএসসি পরীক্ষায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের আয়োজনে উরকিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সাজসজ্জার কাজ করার সময় রামিম বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএইচ