ছবিঃ গ্লোবাল টিভি
হিমাদ্রি শেখর কেশব, বরগুনা : বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে বেসরকারি টিভি চ্যানেল আই-এর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে ও চ্যানেল আইর জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝণ্টুর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মো: আব্দুস ছালাম, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন মকবুল, বরগুনা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী মাহফুজা বেগম, বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাব, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ।
এএইচ