ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সাধারণ সম্পাদককে শো-কজ

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সাধারণ সম্পাদককে শো-কজ

ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেকে তাকে এ চিঠি দেয়া হয়। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। হুমায়ুন কবিরকে আগামী ১৫ দিনের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে বিশৃঙ্খলা, নেতাকর্মীদের গালি দেয়া এবং কেন্দ্রের নির্দেশনার বাইরে চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের চেষ্টার অভিযোগে কারণ দর্শানোর এ চিঠি দেয়া হয়। 

এদিকে, লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে বিশৃঙ্খলা ও হট্টগোলের পর চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নবকুমার ইনস্টিটিউট সংলগ্ন মাঠে এ সম্মেলন হওয়ার কথা ছিল। 

এএইচ