ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

ঘুমধুম সীমান্তের পর উখিয়া সীমান্তে গোলাগুলি!

ঘুমধুম সীমান্তের পর উখিয়া সীমান্তে গোলাগুলি!

ফাইল ছবি

বান্দরবানের ঘুমধুম সীমান্তের পর এবার কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্তের বিপরীতে নাফ নদের ওপারে গোলাগুলি হয় বলে জানা গেছে। 

জাানা যায়, মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৩/৪৪ পিলারের জামছড়ি ও তুমব্রু সীমান্তে গোলাগুলি শুরু হয়ে ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। দুপুর ২টার দিকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা তুমব্রু সীমান্তের এপারের পাহাড় থেকে ভিডিও করার সময় ওপারের তুমব্রু বিজিপি চৌকি থেকে আকস্মিক ফাঁকা গুলি বর্ষণ করা হয়। 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার তিন থেকে চার কিলোমিটার পূর্বে গুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। 

বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।

এএইচ