ছবিঃ সংগৃহীত
ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ফের বিয়ে করছেন। ছয় বছর আগে বিচ্ছেদ হয়েছিল ভগবন্ত মানের।
এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ব্যক্তিগত আয়োজনে ৪৮ বছর বয়সী এই মুখ্যমন্ত্রী বিয়ে করছেন ড. গুরপ্রীত কাউরকে (৩২)। তার পরিবার কুরুক্ষেত্র জেলার পেহওয়াতে বসবাস করে। তার বাবা ইন্দ্রজিত সিং একজন কৃষক এবং মা রাজ কাউর গৃহিনী।
গুরপ্রীত কাউরের দুই বোন বিদেশে বসবাস করেন। ভগবন্ত মানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে দুই পরিবার দীর্ঘ দিন থেকেই ঘনিষ্ঠ। গুরপ্রীতের চাচা গুরিন্দর জিত বলেছেন, পড়াশোনায় সব সময় অসাধারণ ছিল তার ভাতিজি।
পেহওয়াতে তাদের এক প্রতিবেশি বানিতা বেহল সাংবাদিকদের বলেছেন, গুরপ্রীত দয়ালু এবং খুবই বুদ্ধিদীপ্ত তরুণী।
গুরিন্দর জিত জানান, গুরপ্রীত কাউর মেডিক্যাল কলেজে পড়েছেন। সেখানে গোল্ড মেডেল পেয়েছেন তিনি। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রচারণার সময়ে ভগবন্ত মানকে সহায়তা করেছেন ড. গুরপ্রীত কাউর।
এএইচ