ছবিঃ: গ্লোবাল টিভি
‘গাছ লাগিয়ে গড়বো দেশ, সবুজ শ্যামল বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ-এর উদ্যোগে সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত সোমবার সংগঠনটির পক্ষ থেকে বসুরহাট পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের সড়কের দুই পাশে প্রায় ৫ শতাধিক বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম ভূঁইয়া, উই ফর ইউ-এর ভারপ্রাপ্ত সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম সাইম, যুগ্ন সাধারণ সম্পাদক নোমান শিবলু, সাংগঠনিক সম্পাদক আল জাবেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল নুর সোহান, রাশেদুল ইসলাম রিংকু, শিপন শাহরিয়ার, আমান উল্লাহ তানভীর।
এএইচ