ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৫

পদ্মা সেতুর উদ্বোধন: সাংবাদিকদের জন্য নির্দেশনা

পদ্মা সেতুর উদ্বোধন: সাংবাদিকদের জন্য নির্দেশনা

ফাইল ছবি

আগামি ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিকদের জন্য কোভিড সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছে তথ্য অধিদফতর (পিআইডি)।

নির্দেশনায় বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকারী  রিপোর্টার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান ও গাড়িচালককে আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক থেকে কোভিড পরীক্ষা করাতে হবে।

আজিমপুর স্কুল হেলথ ক্লিনিকে প্রত্যেকের জন্য ১০০ টাকা (প্রতিবার টেস্টের জন্য) এবং মিডিয়া হাউজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি জমা দিয়ে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত (সাপ্তাহিক বন্ধের দিনসহ) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে কোভিড টেস্ট করানো যাবে।

জাজিরা প্রান্তে অনুষ্ঠান কাভারকারী গণমাধ্যমকর্মীদের জন্য মাদারীপুর ও শরীয়তপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে সীমিত আকারে কোভিড টেস্ট করানো যাবে।

এএইচ