ছবিঃ: গ্লোবাল টিভি
আজ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ৩৫.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.০ ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৭ ডিগ্রি সে.। রংপুর ৩৫.৫ ডিগ্রি সে.। খুলনা ৩৭.৫ ডিগ্রি সে.। বরিশাল ৩৬.০ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৬ ডিগ্রি সে.। সিলেট ৩৫.৭ ডিগ্রি সে.।
সর্বনিম্ন : ঢাকা ২৭.৫ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৫ ডিগ্রি সে.। রাজশাহী ২৩.৪ ডিগ্রি সে.। রংপুর ২৫.২ ডিগ্রি সে.। খুলনা ২৬.৫ ডিগ্রি সে.। বরিশাল ২৪.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.৫ ডিগ্রি সে.। সিলেট ২৪.০ ডিগ্রি সে.।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর।
এএইচ