ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ৬ শাওয়াল ১৪৪৫

সাত কোটি টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ

সাত কোটি টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ

ছবিঃ সংগৃহীত

সাত কোটি টাকার আমদানিকৃত গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। ‘এমভি তামিম’ নামের লাইটার বা ছোট জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার কাচপুর যাওয়ার পথে রামগতির কাছে  তেইল্লারচর এলাকায় ডুবে যায়। গমগুলো আমদানি করা হয়েছিল ভারত থেকে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জাহাজটির ১২ জন নাবিককে অন্য একটি জাহাজ নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

এমভি তামিম জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস-এর নির্বাহী প্রধান জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, চলতি পথে সাগরে থাকা একটি অদৃশ্য বস্তুর আঘাতে জাহাজটির তলা ফেটে ডুবতে শুরু করে। এরপর গমসহ পুরো জাহাজটিই ডুবে যায়। এতে আনুমানিক পৌনে সাত কোটি টাকার গম ছিল। যেগুলো ঢাকার কাচপুরে নাবিল ফ্লাওয়ার মিলে যাচ্ছিল। জাহাজটির কারিগরি কোনো সমস্যা ছিল না, আমরা জাহাজটি ভাড়ায় নিয়ে এই গম পরিবহন করছিলাম।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে এক হাজার ৬০০ টন গম ছোট জাহাজ এমভি তামিমে বোঝাই শেষ হয় গত মঙ্গলবার। সেদিন রাতে জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে কাচপুর নাবিল অটো ফ্লাওয়ার মিলে যাচ্ছিল। 

এএইচ