ফাইল ছবি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টে হানা দিয়েছিল বৃষ্টি। এ জন্য চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়। তবে বৃষ্টি থামার পরে আধা ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়েছে।
চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেটে ৩১৮ রানে তৃতীয় দিন শেষ করে।
এখন অব্দি বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২৪। লিটন দাস ৫৯ ও মুশফিকুর রহীম ৫৪ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার চেয়ে আর ৭৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ১৩৩ রান করে মঙ্গলবার রিটায়ার্ড হার্ট হয়েছেন।
এএইচ