ফাইল ছবি
টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পরই ১৬২ বলে ১২টি চারে তিন অংক স্পর্শ করেন তামিম।
৫৮ রানের ইনিংস খেলে মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর ক্রিজে এসেছেন নাজমুল হাসান শান্ত। দুই বলে মোকাবেলা করে তখনো রানের খাতা খুলেননি এই বাঁহাতি ব্যাটার।
সোমবার টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
এএইচ