ছবিঃ সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরে আলজাজিরার একজন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। এ ঘটনায় আরেক সাংবাদিক আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে যান শিরীন আবু আকলেহ। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলি লাগে তার মাথায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এক ভিডিওতে দেখা গেছে, তার মাথায় গুলি লেগেছে।
সূত্র : আল জাজিরা।
এএইচ