ফাইল ছবি
গত ১৫ দিনে ভারতের দিল্লিতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০০ গুণ। এক জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। রিপোর্টে বলা হয়েছে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এই জরিপ পরিচালনা করেছে লোকাল সার্কেল নামের একটি প্রতিষ্ঠান। দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) সব অঞ্চলের ১১ হাজার ৭৪৩ জন অধিবাসীর ওপর চালানো হয়েছে এই জরিপ। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, শিশুসহ কত ব্যক্তির সঙ্গে আপনি দিল্লি-এনসিআর এলাকায় সাক্ষাৎ করেছেন গত ১৫ দিনে যারা করোনা আক্রান্ত? জবাবে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ শতকরা ৭০ ভাগ বলেছেন, গত ১৫ দিনে এমন কারো সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। শতকরা ১১ ভাগ বলেছেন একজন বা দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শতকরা ৮ ভাগ বলেছেন, ৩ থেকে ৫ জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অন্য ১১ ভাগ বলেছেন, তারা জানেন না।
উল্লেখ্য, দিল্লিতে গত শনিবার মোট ৪৬১ জনের করোনা ভাইরাস রেকর্ড করা হয়। পরীক্ষা অনুপাতে শতকরা ৫.৩৩ ভাগের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এএইচ