ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

ইউক্রেনে জিম্মি হয়ে আছেন পাঁচ বাংলাদেশি!

ইউক্রেনে জিম্মি হয়ে আছেন পাঁচ বাংলাদেশি!

ছবিঃ সংগৃহীত

সংঘাতময় ইউক্রেনে এখনো প্রায় ১০০ জন বাংলাদেশি অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি আরো জানান, ইউক্রেনে যে পাঁচ বাংলাদেশি জিম্মির ভিডিও বেরিয়েছে, তাঁরা দেশটিতে অবৈধভাবে থাকায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন।   

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই পাঁচ বাংলাদেশি তাদেরকে উদ্ধার করার আবেদন জানিয়ে বলেছেন, ইউক্রেনের সেনারা তাঁদের বন্দিশিবির থেকে বের হতে দিচ্ছে না। তাঁদের জিম্মি করেছে। 

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। রাষ্ট্রদূতের সঙ্গে শনিবার গভীর রাতেও আলাপ হয়েছে। তাঁরা তথ্য সংগ্রহ করছেন। খোঁজ নিচ্ছেন, কী অবস্থায় আছেন। তবে যত দূর জানা যায় তাঁরা রাশিয়ায় খেলা দেখতে গিয়েছিলেন। ’

মন্ত্রী বলেন, ‘খেলা দেখতে গিয়ে তাঁরা (পাঁচ বাংলাদেশি) ইউক্রেন থেকে ইউরোপের অন্য দেশে ঢুকতে চেয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাঁরা অবৈধ থাকায় ইউক্রেন তাঁদের গ্রেপ্তার করে। এরপর তাঁদের বন্দিশিবিরে রেখে দিয়েছে। ওই বন্দিশিবিরে এখনো তাঁরা আছেন। ওই পাঁচ বাংলাদেশির সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি।’

এএইচ