ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ১০ শাওয়াল ১৪৪৫

ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি নাবিকদের আকুতি

ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি নাবিকদের আকুতি

ছবি : সংগৃহীত

ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি থেকে উদ্ধারের জন্য আকুতি জানিয়েছে জাহাজটিতে থাকা ২৮ নাবিক।

বুধবার (২ মার্চ) দিবাগত রাতে জাহাজটির নাবিক, থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপরই থেকে জাহাজে থাকা বাকি নাবিকদের ভিডিও দুইটি ভাইরাল হয়ে পড়ে। এরমধ্যে একটি ভিডিওতে একজন নাবিককে বারবার বলতে শোনা যায়, ‘আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।’

২৭ সেকেন্ডের এই ভিডিওতে বাংলাদেশি নাবিককে বলতে শোনা যায়, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। 

উদ্ধারের আশায় আকুতি জানানো ওই নাবিক ছাড়াও সেখানে আরও ১২ নাবিককে দেখা গেছে।

আসিফুল ইসলাম নামে অপর এক নাবিক ৩১ সেকেন্ডের আরেকটি ভিডিওতে বলেছেন, ‘আমি আসিফুল ইসলাম আসিফ।...আমরা নাকি পোল্যান্ডে চলে গেছি নিরাপদভাবে। এটা ভুল খবর। আমাদের প্লিজ এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।’

বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) রকেট হামলার শিকার হয় জাহাজটি। 

এমএস