ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ১০ শাওয়াল ১৪৪৫

উদ্বেগ-আতঙ্কে ইউক্রেনে এক হাজার বাংলাদেশি

উদ্বেগ-আতঙ্কে ইউক্রেনে এক হাজার বাংলাদেশি

ফাইল ছবি

প্রায় এক হাজার বাংলাদেশি ইউক্রেনের বিভিন্ন শহরে অবস্থান করছেন। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন তাদের দ্রুত ইউক্রেন ছাড়তে বলেছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে যুদ্ধ শুরু হয়ে গেছে। পুতিন বাহিনী ইউক্রেন দখলে মরিয়া হয়ে উঠেছে। 

জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতিবাদ, প্রতিক্রিয়া আমলে নেননি ভ্লাদিমির পুতিন। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিরা কী করবেন ইউক্রেনে, এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা তাদের আত্মীয়-স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা জানাচ্ছেন। পোল্যান্ড সরকার জানিয়েছে, তৃতীয় কোনো দেশের নাগরিকরা ইউক্রেন ছাড়তে চাইলে তারা ১৫ দিনের জন্য ট্রানজিট ভিসা দিতে রাজি আছে। ইতিমধ্যে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তও খুলে দেয়া হয়েছে।

এএইচ