ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ১৫৯৫

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬, শনাক্ত ১৫৯৫

ছবিঃ গ্লোবাল টিভি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জনের।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। ২৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭টি নমুনা। 

এর আগে সোমবার করোনায় ৯ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫১ জনের। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

এএইচ