ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

হুমায়ুন ফরীদির ১০ম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ুন ফরীদির ১০ম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির ১০ম মৃত্যুবার্ষিকী আজ। দশ বছর আগে (১৩ ফেব্রুয়ারি, ২০১২) আজকের দিনে চির বিদায় নিয়ে চলে যান তিনি। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন ফরীদি। সেখানেই নাট্যকার সেলিম আল দীনের অনুপ্রেরণায় যোগ দেন ঢাকা থিয়েটারে। ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’-এ অভিনয় করে ঢাকার মঞ্চে রীতিমতো বিপ্লব ঘটান। 
পরে চলচ্চিত্র ও টিভিতে সুযোগ পেয়ে অনন্য অভিনয়শৈলী দিয়ে মন কাড়েন কোটি দর্শকের। ‘সংশপ্তক’, ‘পাথর সময়’, ‘নিখোঁজ সংবাদ’, ‘ভাঙনের শব্দ শুনি’, ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘হুলিয়া’, ‘দহন’-এর মতো ছবিতে অভিনয় করলেও ফরীদি আমজনতার প্রিয় পাত্র হন শতাধিক বাণিজ্যিক ছবিতে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন মিনু, যাঁকে বেলী ফুলে মালা দিয়ে বিয়ে করেছিলেন ফরীদি।। তাঁদের একমাত্র কন্যা দেবযানী।

এএইচ