ছবিঃ সংগৃহীত
বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা। পাত্রের নাম বি আহমেদ রাহী। পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতের সঙ্গেও যুক্ত রয়েছেন রাহী।
গত ২ ফেব্রুয়ারি বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে। এদিন রাতে হঠাৎ করেই একটি বিয়ের আলোকচিত্র ধারণ করা একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বিয়ের সাজে সারিকার বেশকিছু ছবি দেখা যায়। তার পাশে পাত্রবেশেও একজনকে দেখা যাচ্ছিল।
বিয়ের খবরটি নিশ্চিত করে সাকিরা বলেন, ‘আমি নতুন জীবনে পদার্পণ করেছি, সকলের নিকট দোয়া চাই। ’
এটি সাকিরার দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যা সন্তান রয়েছে।
২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন সারিকা।
এএইচ