ফাইল ছবি
দুই ডোজ টিকা নিয়ে অপেক্ষায় ছিলেন বুস্টার ডোজের। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার বিকেলে গায়িকার স্বামী গীতিকার মহসিন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যানসির শরীরে এখন জ্বর নেই, তবে পুরোপুরি বিশ্রামে রয়েছেন বলে জানান মহসিন।
তিনি বলেন, আমাদের পরিবারের অন্যরা কেউ আক্রান্ত হয়নি। কারো উপসর্গও দেখা দেয়নি। কোনো ধরনের উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাব।
গত বছর আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। সম্প্রতি জানা যায়, তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ন্যানসি। রোদেলা ও নায়লা নামে তাঁর আরও দুই কন্যা সন্তান রয়েছে।
এএইচ