ফাইল ছবি
গত বছরের মতো এবারও পিছিয়ে যাচ্ছে একুশে বইমেলা। এবার ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা।
আজ রবিবার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি জানিয়েছেন। যেদিও এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে এখনো কিছু জানানো হয়নি।
কিবি মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনো অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।
গত বছর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়।
এএইচ