ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আজ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সুখনকে আটক করেছে পুলিশ।
সকাল ১১টায় ২০ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকির কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়।
এছাড়া অনেক কেন্দ্র থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থকরা।
নৌকার সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তৈমুর এই ভোটের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়াও ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
এএইচ