ছবিঃ: গ্লোবাল টিভি
সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে দুইজন নারী রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রবিউল হাসান (২৬), মোঃ ইয়াছিন মিয়া (১৮), হোসনে আরা (৩৫) ও মোছাঃ ছাহিমা (১৮)।
র্যাব-১১ জানায়, রবিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রবিউল হাসান ও ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রবিউল হাসান কুমিল্লার দেবিদ্বারের ওয়াইতপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ার দুর্জয়নগর এলাকার সেলিম মিয়ার ছেলে।
সন্ধ্যায় একই এলাকায় অভিযান চালিয়ে হোসনে আরা ও ছাহিমাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হোসনে আরা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বিক্রমপুর এলাকার মৃত নুর আলমের মেয়ে ও ছাহিমা একই এলাকার সালাউদ্দিনের মেয়ে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এএইচ