- রবিবার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ফোন নম্বর
- করোনা প্রতিরোধে ৬৪ সচিবকে ৬৪ জেলার দায়িত্ব দেয়া হয়েছে
- করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু
- প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন স্থগিত করল ইসি
- করোনায় আরো ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২
- ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি
খুলনা জেলার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ
গ্লোবালটিভিবিডি ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ছবি: সংগৃহীত
হঠাৎ করে খুলনা জেলার ১৮টি রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই পরিবহন চলাচল বন্ধ থাকবে।
সকাল থেকে যানবাহন না পেয়ে বিপদে পড়তে দেখা গেছে শত শত সাধারণ মানুষকে। বিশেষ করে যাঁরা দূরে যাওয়ার জন্য খুলনায় এসেছিলেন তাঁদের বেশির ভাগকেই আবার ফিরে যেতে হয়েছে। তবে কম দূরত্বের যাত্রীদের ইজিবাইক ও সিএনজিতে করে তুলনামূলক দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
জানা গেছে, আজ দুপুরে খুলনা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ হবে। ওই সমাবেশ পণ্ড করতেই সরকারের পক্ষ থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা না হলেও সমিতির নেতারা বলছেন, বিএনপির মহাসমাবেশ উপলক্ষে কোনো ঝামেলা হতে পারে। ওই ঝামেলা এড়াতে বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
এএইচ/জেইউ
আরও খবর :
