- টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুক্রবার থেকে
- পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস পূজা
- দুবলার চরে এবার সীমিত পরিসরে হচ্ছে রাস পূজা ও পূণ্যস্নান
- ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক খান
- মসজিদ-মন্দির-গির্জায় বাধ্যতামূলক মাস্ক পরতে হবে
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
- আজ থেকে বিদেশী নাগরিকরাও ওমরাহ করতে পারবেন
আজ সরস্বতী পূজা
গ্লোবালটিভিবিডি ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

ছবি: সংগৃহীত
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সাদা রাজহাঁসে চড়ে পৃথিবীতে আসেন দেবী সরস্বতী।
করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতীর পূজা হবে। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন থাকছে।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এএইচ/জেইউ
আরও খবর :
