- টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুক্রবার থেকে
- পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস পূজা
- দুবলার চরে এবার সীমিত পরিসরে হচ্ছে রাস পূজা ও পূণ্যস্নান
- ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক খান
- মসজিদ-মন্দির-গির্জায় বাধ্যতামূলক মাস্ক পরতে হবে
- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
- আজ থেকে বিদেশী নাগরিকরাও ওমরাহ করতে পারবেন
সংখ্যালঘু মন্ত্রণালয়সহ সংসদে সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের
গ্লোবালটিভিবিডি ৯:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

ছবি: সংগৃহীত
হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসনসহ পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি তুলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের নানা অভিযোগ তুলে ধরেন মহাসচিব। তিনি বলেন, ‘এসব তথ্যের বেশিরভাগ সংবাদপত্র থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন মহাজোটের প্রতিনিধিদের কাছ থেকেও এসব ঘটনার তথ্য সংগ্রহ করা হয়।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত মহাজোটের নেতারা বলেন, ‘তারা (সরকার) হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের চেষ্টা করেছে কিন্তু বন্ধ করতে পারেনি। আন্তরিকতার অভাব আছে।’
সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/জেইউ
আরও খবর :
