- সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র নিলেন তার ছোট বোন
- ১২ দিন পর এনআইডি সেবা আবার চালু
- প্রয়াত সৈয়দ আশরাফের কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হতে পারে
- সেলিব্রেটিদের ভিড়ে যে কারণে আলোচনায় কণ্ঠশিল্পী শিউলি
- পঞ্চম উপজেলা নির্বাচনে এবার ব্যয় ধরা হয়েছে ৬৭৭ কোটি টাকা
- সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাহসী সেই অ্যাডভোকেট রানু
- সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
শপথ নেবেন ঐক্যফ্রন্টের ২ এমপি!
গ্লোবালটিভিবিডি ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মৌলভীবাজার-২ থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান শপথ নেবেন বলে আবারো গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখনই নয়। নির্ধারিত নব্বই দিনের মধ্যে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন বলেন বলে জানান তারা।
গণফোরামের সুলতান মনসুর এ ব্যাপারে বলেন, গণফোরমের নির্বাচিত দু’জনেই শপথ নেবো। তাড়াহুড়ো করছি না। এখনও সময় আছে। ৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবে। বর্তমানে আমার হাতে ফ্র্যাকচার হয়েছে। সুস্থ হতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। শপথের তো এখনও বেশ সময় আছে।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা তাদের সিদ্ধান্ত নেবে। জাতীয় ঐক্যফ্রন্টও সিদ্ধান্ত নেবে। জাতীয় ঐক্যফ্রন্টে তো সবাই আলাদা আলাদা দল। তবে আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য। তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় পান ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
এএইচ/এমএস
আরও খবর :
