- গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন আজ
- সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র নিলেন তার ছোট বোন
- প্রয়াত সৈয়দ আশরাফের কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হতে পারে
- সেলিব্রেটিদের ভিড়ে যে কারণে আলোচনায় কণ্ঠশিল্পী শিউলি
- পঞ্চম উপজেলা নির্বাচনে এবার ব্যয় ধরা হয়েছে ৬৭৭ কোটি টাকা
- সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাহসী সেই অ্যাডভোকেট রানু
- সংসদ সদস্যদের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
১২ দিন পর এনআইডি সেবা আবার চালু
গ্লোবালটিভিবিডি ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল ধরণের সেবা আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সার্ভারে কিছু সমস্যা দেখা দেওয়ায় ১২ দিন বন্ধ ছিল এ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম।
বুধবার (২৩ জানুয়ারি) থেকে এই সেবা পেতে শুরু করেছেন নাগরিকরা।
জানা যায়, সার্ভার সংক্রান্ত জটিলতায় ১০ থেকে ২১ জানুয়ারি এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা বন্ধ রাখে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন।
ইসির একাধিক কর্মকর্তা জানান, ১২ দিন সেবা বন্ধ থাকায় অনেক আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে হিমশিম খেতে হচ্ছে।
এএইচ/এসএনএ
আরও খবর :
