- গাইবান্ধা-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের ডা. ইউনুস
- গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ চলছে
- গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন আজ
- সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র নিলেন তার ছোট বোন
- ১২ দিন পর এনআইডি সেবা আবার চালু
- প্রয়াত সৈয়দ আশরাফের কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হতে পারে
- সেলিব্রেটিদের ভিড়ে যে কারণে আলোচনায় কণ্ঠশিল্পী শিউলি
সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কিনলেন মৌসুমী
গ্লোবালটিভিবিডি ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

এবার রাজনৈতিক মাঠে সরব হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। এ ছাড়া নাটকেও অভিনয় করেছেন। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে চান।
মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি।
এমএস
আরও খবর :
