- গাইবান্ধা-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের ডা. ইউনুস
- গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ চলছে
- গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন আজ
- সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র নিলেন তার ছোট বোন
- ১২ দিন পর এনআইডি সেবা আবার চালু
- প্রয়াত সৈয়দ আশরাফের কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হতে পারে
- সেলিব্রেটিদের ভিড়ে যে কারণে আলোচনায় কণ্ঠশিল্পী শিউলি
এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন
গ্লোবালটিভিবিডি ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদকে অব্যাহতি দেয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।’
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিয়োগ দেয়। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।
এমএস
আরও খবর :
