- অগ্নিঝরা মার্চ: ৩ মার্চ ১৯৭১
- অগ্নিঝরা মার্চ: ২ মার্চ ১৯৭১
- অগ্নিঝরা মার্চ: ১ মার্চ ১৯৭১
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৫তম জন্মবার্ষিকী আজ
- বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত: বিএনপির প্রতিবাদ
- মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি
বিজয়ের মাস: ১৫ ডিসেম্বর ১৯৭১
গ্লোবালটিভিবিডি ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

ফাইল ছবি
আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয় বাংলাদেশ। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানী বাহিনীর অনেক ইউনিট। পরদিন ১৬ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণ করতে বলেন ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেক শ।
দিনটি ছিলো বুধবার। চট্টগ্রামের কুমিরায় পাকিস্তানী ঘাঁটিতে জোর আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। পাকিস্তানী সৈন্যরা পালিয়ে যায় ফৌজদারহাটের দিকে। সেখানেও আক্রমণ চালায় অমিত তেজ বীর বাঙ্গালী। মুক্তিযোদ্ধাদের অভিযানে হাটহাজারীতেও পাকিস্তানী সেনারা বিপর্যস্ত হয়ে পড়ে।
প্রচণ্ড যুদ্ধের পর এদিন হানাদারমুক্ত হয় সিলেটের খাদিমনগর। আশ-পাশের শহরগুলো শত্রুমুক্ত করার পর মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী ঘিরে ফেলে রাজধানী ঢাকাকে।
পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পণের জন্য ভারতীয় সেনাপ্রধানের ঘোষণার পর ১৫ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পাকিস্তানী অবস্থানের ওপর বোমা বর্ষণ বন্ধ করে মিত্রবাহিনী। পরদিন ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করে।
এএইচ/জেইউ
আরও খবর :
