- ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক
- শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় বিআইডাব্লিউটিএ’র মামলা
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ১৪ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
- মামুনুল হকসহ ১৭ নেতা-কর্মীর নামে মামলায় যেসব অভিযোগ আনা হলো
- আদালতের দেয়া জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ দুই সপ্তাহ বাড়লো
- কুষ্টিয়ায় নকল আখের গুড়ের কারখানায় অভিযান: আটক ২
- নায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা মামলার আসামি আব্বাসী গ্রেপ্তার
জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোর
গ্লোবালটিভিবিডি ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২১

ছবি: সংগৃহীত
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় দশ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার-২ থেকে তাঁকে মুক্তি দেয়া হয়েছে। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয়। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা। তবে কিশোর ও তার স্বজনেরা মিডিয়ার সাথে কথা বলেননি।
মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গত বছর মে মাসে গ্রেপ্তার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
একই মামলায় একই সঙ্গে গ্রেপ্তার হওয়া কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মারা গেছেন।
এএইচ/জেইউ
আরও খবর :
