- ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ ধাপের নির্বাচনে সংঘর্ষে নিহত ৫
- মিয়ানমারে রাতভর জান্তার গুলিতে নিহত ৬০
- বিশ্বে করোনাভাইরাসে মারা গেছে ২৯ লাখ ২৮ হাজার
- টেক্সাসে বন্দুকধারীর গুলিতে একজন নিহত
- বন্দুক হামলা ঠেকাতে কঠোর হচ্ছেন বাইডেন
- সৌদির মসজিদে ইফতার-সাহরির আয়োজনে নিষেধাজ্ঞা
- নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দী উধাও
ভিডিও কনফারেন্সে দেখা গেলো সু চিকে
গ্লোবালটিভিবিডি ১২:১১ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২১

ফাইল ছবি
গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম দেখা গেল মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চিকে। প্রায় এক মাস পরে তাঁকে দেখতে পাওয়া গেল তবে তা ভিডিও কনফারেন্সে।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী গ্রেপ্তার করে অং সান সু চিকে। তারপর থেকে সু চির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার আদালতে তাঁর শুনানি ছিল। সেখানে ভিডিও কনফারেন্সে সু চিকে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, তাঁর শরীর ঠিক আছে। তবে এ দিন আদালতে তাঁর বিরুদ্ধে আরও দুইটি নতুন অভিযোগ করা হয়েছে। তাই কবে তিনি মুক্তি পেতে পারেন, সে বিষয়েও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
জানা গেছে, সু চিকে নেপিদতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে দীর্ঘ সেনা শাসনকালে এই শহরটিকেই রাজধানী হিসেবে তৈরি করা হয়েছিল। এখনো এই শহরে সেনার প্রভাব বেশি। গোটা শহরটিকে কার্যত ঘিরে রেখেছে সেনারা।
এর আগে সু চির বিরুদ্ধে দুইটি বিষয়ে মামলা করা হয়েছিল। তাতে বলা হয়, আইন ভেঙে ওয়াকিটকি বিদেশে রপ্তানি করেছেন এবং করোনাকালে দেশের প্রাকৃতিক দুর্যোগের আইন ভেঙেছেন তিনি।
সূত্র: ডয়চে ভেলে।
এএইচ/জেইউ
আরও খবর :
