- দেশে পা রেখেই গ্রেপ্তার হলেন পুতিনের সমালোচক নাভালনি
- ভারতে প্রথম দিন টিকা পেয়েছেন প্রায় ২ লাখ নাগরিক
- ‘মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইনে’ স্বাক্ষর করলেন ট্রাম্প
- ভারতের ভ্যাকসিন নিয়ে যা বললেন মমতা
- আমরা পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না : এরদোগান
- উগান্ডার জাতীয় নির্বাচনে বর্তমান শাসক মুসেভেনিকে বিজয়ী ঘোষণা
- ট্রাম্প আমলের শেষ মৃত্যুদণ্ড কার্যকর
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বহাল
গ্লোবালটিভিবিডি ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

ছবি সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। ক্ষমতার অপব্যবহার ও জবরদস্তির দায়ে তাকে এ কারাদণ্ড দেয়া হয়েছিল।
আজ বৃহস্পতিবার পার্ক জিউন হাইয়ের সাজা বহাল রাখা হয়। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে পার্ককে ২০১৭ সালে অভিশংসন করা হয়। নির্বাচিত হয়েও অভিশংসিত হওয়া তিনিই প্রথম দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট।
প্রথমে পার্ককে ৩০ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল এবং ২০ বিলিয়ন উন জরিমানা করা হয়েছিল। পরে সাজার মেয়াদ কমিয়ে ২০ বছর এবং জরিমানা ১৮ বিলিয়ন উন করা হয়।
এমএস/জেইউ
আরও খবর :
